সাউথ ইন্ডিয়ান সিনেমার জনপ্রিয় নায়ক আল্লু অার্জুন অভিনীত পুষ্পা ২ সিনেমা মুক্তির আগেই ইনকাম করেছে হাজার কোটি রুপি। এই সিরিজের প্রথম সিনেমাটি মুক্তি পায় ২০২১ সালে। সে সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল দর্শকদের মাঝে। তারপর থেকে অপেক্ষা করছেন মুভিটির দ্বিতীয় কিস্তির জন্য।
তবে পুস্পা ২ কবে মুক্তি পাচ্ছে তা নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা। কেননা নির্দিষ্ট করে কোন তারিখ ঘোষণা করা হয়নি। এমনকি বারবার পরিবর্তন করা হয়েছে মুক্তিন তারিখ। তবে জানা গিয়েছে চলতি বছরে ডিসেম্বরেই মুক্তি পেতে পারে পুষ্পা ২। কিন্তু এর আগেই একটি রেকর্ড গড়ে ফেলেছে এই সিনেমাটি। ৫০০ কোটি রুপি বাজেটে নির্মিত মুভিটি ইতিমধ্যে আয় করে ফেলেছে ১ হাজার কোটি রুপি। যেটি ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে রীতিমতো একটি রেকর্ড।
আপনি অবাক হচ্ছেন? মুক্তির আগেই একটি সিনেমা কিভাবে এত টাকা ইনকাম করতে পারে? মূলত মুভিটির প্রমোশন করেই ইনকাম হয়েছে এত টাকা। তাইতো নেটিজেনরা মুক্তির আগেই এটিকে ব্লকবাস্টার তোকমা দিয়েছেন। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, Pushpa সিনেমাটি মুক্তি পাবে বেশ কয়েকটি ভাষায়। সেগুলো ইতিমধ্য বিক্রি করে আয় করেছেন ৬৬০ কোটি রুপি। সেই সাথে তেলেগু ভাষার মুভিটি বিক্রি হয়েছে ২২০ কোটি রুপিতে।
পুষ্পা ২ মুক্তির আগেই আয় করল হাজার কোটি রুপি
ভারতের প্রধান হিন্দি ভাষায় বিক্রি হয়েছে ২০০ কোটি এবং তামিল ভাষায় বিক্রি হয়েছে ৫০ কোটি রুপিতে। অর্থাৎ বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সংস্করণগু লো বিভিন্ন প্রতিষ্ঠান কিনে নেয়। তারপর সেগুলোকে নিজেদের মতো করে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করে। সিনেমা থেকে আয় করার বড় একটি উপায় হচ্ছে এটি। আর ১৪০ কোটি রুপিতে বিক্রি হয়েছে আন্তর্জাতিক ভাষা অর্থাৎ ইংরেজির সংস্করণটি।
এতেই শেষ নয় আরো আছে, ৪২৫ কোটি রুপিতে বিক্রি করা হয়েছে পুষ্পা ২ সিনেমার ওটিটি স্বত্ব, স্যাটেলাইট এবং মিউজিক। তবে বিভিন্ন ওটিটি প্লাটফর্মে কবে দেখতে পারবেন আল্লু আর্জুন অভিনীত Pushpa 2 সিনেমা সেটি এখন পর্যন্ত নির্দিষ্ট করে সেটা জানা যায়নি। এছাড়াও আরো বেশ কিছু ক্ষেত্র থেকে ইনকাম হয়েছে কোটি কোটি রুপি। তার মানে বুঝতেই পারছেন সামনে ব্যাপক ব্যবসা সফল হতে যাচ্ছে পুষ্পা ২।
এই মুভিতে নায়িকার ভূমিকার অভিনয় করেছেন রাশ্মিকা যিনি মুভির প্রথম কিস্তিও ছিলেন। তবে এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফজিল। প্রথম কিস্তিতে বেশ বাজিমাত করেছিলেন এমনকি দর্শকরাও অনেক পছন্দ করেছে তাকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে দর্শকরা উপভোগ করতে পারবে পুষ্পা ২।