ফিটনেস আইকন নামে পরিচিত বলিউড অভিনেতা সাহিল খানের স্ত্রী মিলেনা আলেকজান্দ্রা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সাহিল খান নিজেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে এটি শেয়ার করে সবাইকে জানিয়েছেন। তারপর থেকে নানা ধরনের আলোচনা এবং সমালোচনার সম্মুখীন হন তিনি। উল্লেখ্য তিনি দুটি সিনেমা “স্টাইল” এবং “এক্সকিউজ মি” তে অভিনয় করেছিলেন।
সাহিল খানের স্ত্রী মিলেনা আলেকজান্দ্রা ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যাপারটি তিনি নিজেই ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করেছেন। তার নতুন যাত্রা যেন সুন্দর হয় এজন্য তিনি মহান আল্লাহ তায়ালার কাছে ক্ষমা এবং দোয়া প্রার্থনা করেছেন।
পরবর্তী সময়ে এই বিষয়টি নিয়ে তার পোস্টের নিচে অসংখ্য কমেন্টস করে। অনেকেই বিষয়টিকে কটাক্ষ করেছেন আবার অনেকেই সুন্দরভাবে নিয়েছেন। কয়েকজন কমেন্ট করে বলেছেন, তিনি যদি আপনাকে সত্যিই অনেক ভালোবাসেন তাহলে ধর্ম পরিবর্তন কেন করতে হবে। আর আপনিও অর্থাৎ সাহিল খান যদি তার স্ত্রীকে অনেক ভালবাসেন তাহলে তিনিও তো খ্রিস্টধর্ম গ্রহণ করতে পারেন।
বলিউড অভিনেতা সাহিল খানের স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন
আবার অনেকেই মত প্রকাশ করেছেন যে বিয়ে হয়ে যাওয়ার পর ধর্ম পরিবর্তন করা কি খুব জরুরী। কেন সাহিল খান তার স্ত্রীর ধর্ম পরিবর্তন করতে চান সে ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন। কয়েকজন বলেছেন তিনি যেরকম আছেন এবং যে অবস্থায় বিয়ে করেছেন তাকে সেভাবেই থাকতে দেয়া উচিত। ধর্ম কিভাবে বাধা হয়ে দাঁড়ায় সেটি সম্পর্কে অনেকেই প্রশ্ন করেছেন।
ইতিবাচক কমেন্টসে অনেকেই করেছেন। যারা লিখেছেন দুজনের মধ্যেও ভালোবাসা অত্যন্ত জরুরি বিষয়।
বলিউড অভিনেতা সাহিল খানের স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তার স্ত্রীর বয়স তার থেকে ২৬ বছর কম। বিগত বছর অর্থাৎ ২০০২৪ সালে তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন তার অর্থাৎ মিলেনা আলেকজান্দ্রার বয়স ছিল ২১ বছর। আর বর্তমানে তার বয়স ২২। অভিনেতা এবং ফিটনেস আইকন সাহিল খানের এটি দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ে করেছিলেন ২০০৩ সালে। তার স্ত্রীর নাম ছিল নিগার খান এবং বিয়ের ২ বছর পর তাদের ডিভোর্স হয়ে যায়।
সাহিল খান বলিউডে পা রাখেন ২০০১ সালে একটি সিনেমার মাধ্যমে। তার কোন প্রথম সেই সিনেমাটির নাম ছিল স্টাইল। পরবর্তীতে এক্সকিউজ মি ছবিতেও কাজ করেন তিনি। বর্তমানে তিনি শরীর চর্চা ও ফিটনেস নিয়ে কাজ করছেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্টও তৈরি করেন। একটি জিম সেন্টার পরিচালনার পাশাপাশি তিনি একটি সংস্থাল তৈরি করেছেন যেটির নাম হচ্ছে ডিভাইড নিউট্রিশন।