সাম্প্রতিক সময়ে সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিলো পর্যটকদের। কিন্তু সেই বিধি নিষেধ বৃদ্ধি না করায় আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক যাতায়াত করতে পারবেন ভ্রমন প্রিয় রাত।
এ ব্যাপারে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান সাংবাদিকদের কে জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখার জন্য আশেপাশের এলাকায় যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে। এক্ষেত্রে সাজেক ভ্রমণের নিরুৎসাহিতকরণ সংক্রান্ত বিধি-নিষেধ আর বৃদ্ধি করা হচ্ছে না। তাই ৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে এই পর্যটকরা সেখানে বিনা বাধায় ভ্রমণ করতে পারবেন।
এ ব্যাপারে সাজেকের রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, জেলা প্রশাসনের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে বৃহস্পতিবার থেকে পর্যটকরা এখানে আসতে পারবেন। তিনি আরো জানান সাজেককে নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি জোরদার করা হয়েছে। তাই তিনি ভ্রমন প্রিয়দের এখানে আসার জন্য আবেদন জানিয়েছেন।
কিভাবে যেতে পারবেন সাজেকে
সাম্প্রতিক সময়ের বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ভ্রমণের গন্তব্যস্থল হচ্ছে সাজেক ভ্যালি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৮ ফিট উচ্চতায় অবস্থিত। এখানে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে খাগড়াছড়ি যেতে হবে। খাগড়াছড়ি থেকে সাজেকের রাস্তার প্রায় ৭৩ কিলোমিটার। আবার দীঘিনালা থেকে এর দূরত্ব প্রায় ৪০ কিলোমিটারের মতো। ভ্রমন প্রিয়দের ক্ষেত্রে এটিকে বাংলার ভূস্বর্গ বলা হয়। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে যে কোন মুহূর্তে ভালো করে দিতে পারেন।
সাজেকে কি কি দেখতে পারবেন
আপনি যদি প্রকৃতি প্রেমিক হয়ে থাকেন তাহলে এটি আপনার কাছে বাংলাদেশের সবচাইতে আকর্ষণীয় স্থান মনে হবে। এখানে রয়েছে লুসাই ভিলেজ। এমনকি ভাগ্য ভালো হলে দেখা মিলতে পারে রংধনুর। মোটকথা ঝরনা, পাহাড়, আকাশ, বৃষ্টি, রংধনু, পাহাড়ি গ্রাম, সবই উপভোগ করতে পারবেন আপনি সাজেকে।
সাজেক ভ্রমণের সময় কখন
এখন শীতকাল চলছে। সবচাইতে উপযোগী সময়। তবে বর্ষা কিংবা গরমের সময়ও আপনি যেতে পারেন। তখন পাহাড়ি এলাকায় বৃষ্টিতে কিছুটা অসুবিধা হতে পারে। সাজেক এত বেশি সুন্দর যে এখানে সারাদিন আকাশের উপর মেঘ ভেসে বেড়ায়। এমনকি এই মেঘগুলি আপনাকে যখন তখন থেকে যেতে পারে।
সাজেক যেতে কত টাকা লাগে
আপনি ঢাকা থেকে বিভিন্ন বাসে করে সাথে যেতে পারবেন। এর জন্য নন এসি বাসে খরচ হবে ৫২০ টাকা এবং এসি বাসের খরচ হবে ৯০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত। আপনি চাইলে প্রাইভেট কার কিংবা ব্যক্তিগত বাড়ির খারাপ খাড়া করেও সেখানে উদ্দেশ্যে রওনা দিতে পারবেন।