সঞ্চয়পত্র কিনতে কি কি কাগজপত্র লাগে | সঞ্চয়পত্র ক্রয়ের নতুন নিয়ম ২০২৫

আমরা বিভিন্নভাবে আর্থিক প্রতিষ্ঠান গুলোতে অর্থ জমা করতে পারি। যার মধ্যে রয়েছে ডিপিএস, সেভিংস ইত্যাদি। তবে সঞ্চয়পত্র কিনতে কি কি লাগে সেটি জেনে আমরা আরও একটি মাধ্যমে অর্থ ইনভেস্ট করার উদ্যোগও গ্রহণ করতে পারি। কারণ ব্যাংকের টাকা জমা রাখলে যে রকম লভ্যাংশ পাওয়া যায় ঠিক তেমনিভাবে সঞ্চয়পত্র কিনলেও আপনি লভ্যাংশ পাবেন।

এটি একটি সরকারি প্রক্রিয়া। তবে সঞ্চয়পত্র ক্রয়ের নিয়ম বেশ খানিকটাই আলাদা। আজকের এই লেখাটির মাধ্যমে আমরা সেই সম্পর্কে খুঁটিনাটি বিষয় গুলি জানব।

সঞ্চয়পত্র থেকে কিভাবে লভ্যাংশ পাওয়া যায়

যদি কোন পুরুষ কিংবা মহিলা ১৫ লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে তিনি প্রতিমাসে উচ্চকর বাবদ প্রতি লাখে ৮৬৪ টাকা করে পাবেন। এভাবে তিনি যত বেশি পরিমাণে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন প্রতিমাসে ঠিক তত বেশি মুনাফা উপভোগ করতে পারবেন।

আপনি সরকারি কিংবা বেসরকারি যে প্রতিষ্ঠান হতেই সঞ্চয়পত্র ক্রয় করেন না কেন নিয়ম একই এবং কাগজপত্র একই ধরনের প্রয়োজন হয়। তবে এই খাতে অর্থ বিনিয়োগ করার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ডিটেইলস আলাপ করে নিবেন। এর কারণ হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন মেয়াদের এবং বিভিন্ন ক্যাটাগরির সঞ্চয়পত্র কিনতে পাওয়া যায়। প্রতিটি ক্যাটাগরিতে আলাদা আলাদা সুবিধা রয়েছে।

সঞ্চয়পত্র কিনতে কি কি কাগজপত্র লাগে

১। সবার আগে প্রয়োজন হবে সঞ্চয়পত্র ক্রয় নির্ধারিত আবেদন ফরম।
২। গ্রাহকের সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩। গ্রাহকের ভোটার আইডি কার্ডের ফটোকপি।
৪। বিনিয়োগের পরিমাণ ৫ লক্ষ টাকার অধিক হলে ট্যাক্স রিটার্নের কপি।
৫। বিনিয়োগের পরিমাণ ৫ লক্ষ টাকা বেশি হলে ই-টিন সার্টিফিকেট।
৬। বিনিয়োগের পরিমাণ ১ লক্ষ টাকার বেশি হলে এমআইসিআর চেক।
৭। নমিনীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি।
৮। নমনীয় যদি নাবালক হয় অর্থাৎ বয়স ১৮ বছরের কম হয় তাহলে জন্ম নিবন্ধন সনদ।

আর যদি গ্রাহক পেনশন ভোগী হয় অর্থাৎ সরকারি চাকরি হতে অবসর করেছে তাহলে পেনশনের বইয়ের ফটোকপি প্রয়োজন হবে।

একজন ব্যক্তির সর্বোচ্চ কত টাকার সঞ্চয়পত্র কিনতে পারেন

বাংলাদেশের একজন সাধারণ নাগরিক তার নামে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন। এক্ষেত্রে ৩০ মাস পরপর ৩০ লক্ষ টাকার পর্যন্ত সঞ্চয়পত্র কেনা যাবে। আর যদি এই যৌথ নামে ক্রয় করতে চান তাহলে ১ কোটি পর্যন্ত টাকার সঞ্চয়পত্র কেনা যাবে।

আর যদি গ্রাহক একজন সরকারি চাকরি দেবে এবং পেনশনভুক্ত হন তাহলে তিনি সর্বোচ্চ ১ কোটি টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন।

Leave a Comment