বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক সারজিসের বিয়ে সম্পর্কে নানান জনে নানা ধরনের মত প্রকাশ করছেন। এমনকি জাতীয় নাগরিক কমিটির মুখ্য এই সংগঠক কাকে বিয়ে করেছেন সে ব্যাপারেও অনেকে জানতে চেয়েছেন। এ ব্যাপারে আরো একজন ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহর ফেসবুকে প্রকাশ করা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গিয়েছে।
হাসানাত আব্দুল্লাহ তার ফেসবুক আইডির মাধ্যমে সারজিসের বিয়ে উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা পোস্ট করেছেন। তিনি তাদেরকে বিবাহিত জীবনের সুখ কামনা করেছেন। উক্ত স্ট্যাটাসের একটি ছবিতে দেখা যায় সারজিস শেরওয়ানি ও পাগড়ি পড়েছেন এবং তার দুই পাশে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ সহ আন্দোলনের বেশ কয়েকজন সদস্যকে দেখা গিয়েছে।
হাসানাত আব্দুল্লাহর ফেসবুকে প্রকাশ করা পোস্টে ফেসবুক ব্যবহারকারীরা শুভেচ্ছা ও তাদের মতামত প্রকাশ করেছেন। কিন্তু জুলাই আন্দোলনের অন্যতম এই সমন্বয়ের কাকে বিয়ে করেছেন কিংবা পাত্রীকে সেটি অনেকেরই কাছে হয়তোবা অজানা।
সারজিসের বিয়ের পাত্রীর পরিচয়
বিভিন্ন মাধ্যমে জানা গিয়েছেন সারজিস আলমের শ্বশুরবাড়ি হচ্ছে বরগুনা জেলায়। তার স্ত্রীর নাম হচ্ছে রাইতা। এমনকি তিনি একজন পবিত্র কুরআনের হাফেজা। বিয়ে করা স্ত্রীর আরো দুই ভাই রয়েছে তার মধ্যে রাইতাই সবচাইতে বড়। জানা গিয়েছে তিনি সব সময় ইসলামিক নিয়ম কানুন এবং পর্দা মেনে জীবন যাপন করেন।
সারজিস আলমের শ্বশুর ব্যারিস্টার লুৎফর রহমান। তিনি বাংলাদেশ এর একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তারা স্বপরিবারে ঢাকার বাসাবো এলাকায় বসবাস করেন।
সার্ভিস বিয়ে সম্পন্ন হয় গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে। ৩১ জানুয়ারি শুক্রবার আসর নামাজের পরেই পারিবারিকভাবে তাদের বিয়ের সকল কার্যক্রম সম্পন্ন হয়। উল্লেখ্য অন্যতম এই সমন্বয়ক ঢাকায় অবস্থিত বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়। পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটির প্রাণীরবিদ্যা ডিপার্টমেন্ট থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন। এর আগে ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচনের একুশে হল থেকে সদস্য পদে জয় লাভ করেন। জুলাই আন্দোলনের অন্যতম একজন নেতা ছিলেন তিনি।
সারজিস সালাম জন্মগ্রহণ করেন ১৯৯৮ সালের ২ জুলাই। তার জন্মস্থান পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায়। দুই ভাইয়ের মধ্যে সারজিস সবচাইতে বড় । তার ছোট ভাইয়ের নাম শাহাদাত হোসেন সাকিব। সার্ভিসের বাবা আখতারুজ্জামান সাজু এবং মায়ের নাম হচ্ছে বাকেরা বেগম। বিগত আন্দোলনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা বিষয়ে সাজেস আলম এবং অন্যান্য সমন্বয়কদের বিষয়াদি নিয়ে বেশ আলোচনা হয়। এর আগেও হাসনাত আব্দুল্লাহর বিয়ে নিয়ে একইভাবে সবাই চমকে গিয়েছিলেন এবং এবার সারজিসের বিয়ের বিষয়টি ঠিক তেমনি।