গাছে মেয়েদের স্কুল ইউনিফর্ম ঝুলে থাকার কারণ কি

গাছের বিভিন্ন ঢালে ঝুলে রয়েছে মেয়েদের স্কুলের ইউনিফর্ম তাও আবার একটি নয় ৮টি। প্রতিটি ইউনিফর্মের রঙ নীল এবং এটি মূলত ছোট মেয়েদের। এমন দৃশ্য দেখে রীতিমতো চমকে গেছে সেই এলাকার গ্রামবাসীরা। কেনইবা এই ধরনের কর্মকাণ্ড তা কোনভাবে যেন বুঝে আসছে না।

কারণ এই ধরনের ঘটনাকে কোনভাবে সাধারণ ঘটনা হিসেবে দেখা যাচ্ছে না। আর মেয়েদের স্কুলের ইউনিফর্ম গুলো এমন ভাবে ঝুলানো হয়েছে যেগুলো দেখে মনে হয় না এটি সাধারণ ঘটনা। তবে চা বাগানে কেন এ ধরনের ইউনিফর্ম ঝুলানো হয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

গাছে মেয়েদের স্কুল ইউনিফর্ম ঝুলে থাকার কারণ কি

গত ৩০ নম্বর সকালে এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরে মাটিগাড়া নামক একটি গ্রামে। যেটা দিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক শঙ্কা এবং উদ্বেগ। সর্বপ্রথম ঘটনাটি চোখে পড়ে সেখানকার প্রাতঃভ্রমণকারভ এক বাসিন্দার। তিনি দেখতে পান গাছের ডালে নীল রঙের মেয়েদের স্কুলের ইউনিফর্ম চলছে। প্রথম থেকে এটিকে স্বাভাবিক মনে হলেও পরবর্তীতে অন্যান্য গাছের ডালে একই ইউনিফর্ম চলছে দেখে তৈরি হয় এক রহস্য।

দ্রুতগতিতে খবর ছড়িয়ে পড়ে এবং সেই সাথে পুলিশ এবং গ্রামের পঞ্চায়েতকেউ জানানো হয়। এ ব্যাপারে মাটিগাড়া গ্রামের পঞ্চায়েত প্রধান দিপালী ঘোষ থানা ইতিমধ্য একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এমনকি তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে শুরু করেছে পুলিশ।

মাটিগাড়া স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দেওয়ার সহিত না ইতিমধ্যে তৎপরতার সাথে রহস্য সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ডিসি বিশ্বচাঁদ ঠাকুর সাংবাদিকদের কে জানান, আমরা ইতিমধ্যে অন্যান্য ধরনের পুলিশকে অবহিত করেছে এবং কোন নাবালিকা মেয়ে নিখোঁজ হয়েছে কিনা সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এখানকার স্থানীয় হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যাল এমনিতে কোন চুরি ঘটনা ঘটেন। যার কারণে এগুলো চলে যাওয়া জিনিস বলেও বলা যাচ্ছে না।

গাছের ডালে মেয়েদের স্কুল ইউনিফর্ম ঝুলে থাকার রহস্যে কোন কুল কিনারায় পাওয়া যায়নি। তবে নির্দিষ্টভাবে এবং নির্দিষ্ট সংখ্যক স্কুলের ইউনিফর্ম ঝুলানো একটি বার্তা দিচ্ছে সে ব্যাপারে কোন সন্দেহ নেই। কেউ কেউ মনে করছে এটি মূলত কারো মানসিক চাপ কিংবা খুব এর বহিঃপ্রকাশ হতে পারে। আবার কেউ কেউ মনে করছে এটি মূলত ভয় দেখানোর উদ্দেশ্যও হতে পারে।

কারা বা কে এই কাজটি করেছে

যেহেতু সকালবেলা স্কুলের ইউনিফর্ম গুলো গাছে ঝুলতে দেখা গেছে তাই এলাকাবাসীর ধারনা কেউ রাতে এই কাজটি করেছে। হতে পারে কোন সামাজিক কিংবা রাজনৈতিক মেসেজ। যদিও এগুলো সবই অনুমান নির্ভর। নাকি রহস্য পুলিশ উদঘাটন করার পরেই বুঝতে পারা যাবে।

Leave a Comment