শীতকালে সকালবেলা কিংবা রাতের বেলা কথা বললে মুখ থেকে ধোঁয়া বের হয়। এমনকি দিনের বেলাও যদি বেশ ঠান্ডা পরিবেশ থাকে তাহলেও এই ধরনের ঘটনা দেখা যায়। আবার অন্যান্য মৌসুমের তুলনায় প্রচন্ড ঠান্ডার দিনে শরীরের কোন জায়গায় আঘাত লাগলে সাধারণত তুলনায় অনেক বেশি ব্যথা অনুভব হয়।
আপনি কি জানেন এর পেছনের বিজ্ঞান কি? চলুন আজকে সে ব্যাপারে জেনে নেই।
শীতকালে কথা বলার সময় মুখ থেকে ধোঁয়া বের হয় কেন
আমরা ছোটবেলা থেকেই এটি দেখে অভ্যস্ত এবং অন্ততপক্ষে জানি যে এটি কোন অসুস্থতা নয়। আমাদের মুখের ভেতরের তাপমাত্রা চাইতে বাইরে তাপমাত্রা অনেক কম থাকে শীতের মৌসুমে। যার কারণে মুখ থেকে গরম বাতাস বাইরে বেরিয়ে ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে ধোঁয়া তৈরি হয়। কারণ মুখের বাতাসে সামান্য পরিমাণে জলীয় বাষ্প থাকে কিন্তু বাইরের বাতাসে সাথে ঘনীভূত হয়ে কিছুটা ধোঁয়ার মত উৎপন্ন করে।
কিন্তু গরমকালে এই ধরনের সমস্যা দেখা দেয় না কারণ সে সময় মুখের বাইরে এবং ভেতরের তাপমাত্রা প্রায় একই রকম থাকে। আপনি এ থেকে অবশ্য অনুমান করতে পারবেন বাইরে তাপমাত্রা সম্পর্কে। যদি খুব বেশি ধোঁয়া উৎপন্ন হয় তাহলে বুঝতে পারবেন আজকে অনেক ঠান্ডা পড়েছে এবং একটু সাবধান থাকা ভালো। কারণ ঠান্ডা বাতাস হলে আপনার নিঃশ্বাসের মাধ্যমে ভেতরে প্রবেশ করে ফুসফুসে চলে যায়। যার কারণে হতে পারে সর্দি কাশি। তাই শীতকালে কথা বলার সময় মুখ থেকে ধোঁয়া বের হওয়া কে সতর্ক সংকেত হিসেবে নিতে পারেন।
শীতের দিনে সামান্য আঘাতেই বেশি ব্যথা অনুভব হয় কেন
আমরা সাধারণত এই পাড়ার মাঠে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি খেলে থাকি। কিন্তু এই খেলাধুলার সময় সামান্য বলের আঘাতেই অনেক কিংবা প্রচন্ড ব্যথা অনুভব হয়। কিন্তু গরমকালেই আবার সেই ধরনের আঘাতে তেমন ব্যথা লাগে না। এমনটা হওয়ার পেছনের বৈজ্ঞানিক কারণ চলা যায় নাই।
শীতের দিনে আমাদের শরীরের তো ঠান্ডা হয়ে কিছুটা শক্ত হয়ে যায়। যার কারণে ত্বকের শেষ প্রান্তে অনেক সময় রক্ত পৌঁছাতে পারে না। আবার বিভিন্ন জয়েন্ট যেমন হাঁটু, পায়ের গোড়ালি, হাতের কুনুই ইত্যাদি স্থানে কোষ গুলো সংকুচিত হয়ে যায়। যার কারণে ওই অংশের স্নায়ু বা অনুভূতিবাহী স্নায়ু গুলো অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে। যার কারণে সামান্য আঘাতেই অনেক বেশি ব্যথা অনুভব হয়। তাই গ্রীষ্মের তুলনায় শীতকালে সামান্য আঘাতেই অনেক বেশি ব্যথা অনুভব হয়ে থাকে।
তবে এই মৌসুমে বাইরে চলাফেরা এবং আঘাত পাওয়ার থেকে বেঁচে থাকার জন্য সতর্কতা অবলম্বন করা উচিত। অতিরিক্ত ঠান্ডার কারণে যেকোন ধরনের আঘাতের ব্যথা ভালো হতো সময় লাগে এমন সেখান থেকে আরো জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। শীতকালে কথা বলার সময় মুখ থেকে ধোঁয়া বের হয় কেন এবং ব্যথা অনুভব হওয়ার পেছনের কারণ এখন আপনারা জানতে পেরেছেন। এ ধরনের আরও মজার মজার তথ্য জানতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।