শনিবার স্কুল খোলা নাকি বন্ধ | এ ব্যাপারে কি বলেছে শিক্ষা মন্ত্রণালয়

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের শনিবার থেকে স্কুল খোলা থাকবে। এ ধরনের একটি খবর ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কোন তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ফেসবুক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার খবরের বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে। তবে কিসের ভিত্তিতে এমন গুজব ছড়ানো হয়েছে সেটা তাদের এখনো অজানা। শনিবারের স্কুল খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হলে সেটি অবশ্যই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমিক এক পর্যায়ের সহকারী পরিচালক সাংবাদিকদের কে জানান, বর্তমানে শিক্ষা প্রদর্শনের সাপ্তাহিক ছুটি হচ্ছে শুক্রবার ও শনিবার। এখন পর্যন্ত এই নিয়মটি বহাল রয়েছে। তবে ২০২৫ শিক্ষাবর্ষের কুল শনিবার খোলা থাকবে এই ধরনের কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত তাদের জানা নেই। এমনকি গত বৃহস্পতিবার কারো দিবস পর্যন্ত এই ধরনের কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে তিনি জানিয়েছেন।

শনিবার স্কুল খোলা নাকি বন্ধ

এ ব্যাপারে একই বক্তব্য প্রকাশ করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজউদ্দৌলা খান। তিনিও সাধারণ মানুষকে কোন ধরনের গুজবে কান্না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

আবার আগামী বছর থেকে শনিবার স্কুল খোলার খবরে অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। তারা জানিয়েছেন সাপ্তাহিক ছুটি অবশ্যই ২ দিন থাকা প্রয়োজন। সরকারি অফিস গুলোতে সাধারণত সপ্তাহে ২ দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার খোলা থাকে।

এ নিয়ে অবশ্য বিভিন্ন অভিভাবক শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে বেশ মতপার্থক্য তৈরি হয়েছে। যারা এক সপ্তাহে একদিন বন্ধ রাখার পক্ষে তা তারা যুক্তি দিচ্ছেন যে, সপ্তাহে ২ দিনের যদি স্কুল বন্ধ থাকে তাহলে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে এবং পড়াশোনার মানও কমে যাচ্ছে। আবার শিক্ষকরা সপ্তাহে ২ দিন ছুটি ভোগ করছেন।

আবার সপ্তাহে ২ দিনের ছুটির পক্ষে যারা তারা যুক্তি দিচ্ছেন যে পৃথিবীর প্রায় সকল দেশেরই শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে ২ দিন বন্ধ থাকে। তাহলে আমাদের দেশে এ ধরনের নিয়ম করতে বাধা কোথায়। এর আগে যখন সপ্তাহে শুধুমাত্র শুক্রবারে বন্ধ থাকতো তখন বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ক্লাস কার্যক্রম চলতো। তারমানে শিক্ষকরা আগে থেকেই দেড় দিন ছুটি ভোগ করতো। এখন শুধুমাত্র দের দিনের জায়গায় সামান্য বেড়ে ২ দিন হয়েছে।

Leave a Comment