প্রকাশিত হলো এসএসসি পরীক্ষার নতুন রুটিন

ইতি মধ্যেও দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ পর্যায়ে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছিল। কিন্তু এর মধ্যে আবার এসেছে পরীক্ষার নতুন রুটিন এসেছে। অর্থাৎ আগের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

গত বুধবার অর্থাৎ ১৯ শে ফেব্রুয়ারি এই নতুন রুটিনটি প্রকাশ করা হয়। এর আগে ১২ই ডিসেম্বর ২০২৪ তারিখের সর্বপ্রথম মাধ্যমিক পরীক্ষার রুটিন সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে বলা হয়েছিল এবারের ঈদুল ফিতর অর্থাৎ মাহে রমজানের ঈদের পরে ১০ এপ্রিল থেকে পরীক্ষায় অনুষ্ঠিত হবে। এমনকি মে মাসের ৮ তারিখ পর্যন্ত এটি হওয়ার কথা ছিল। তবে সংসদে তো বিজ্ঞপ্তি অনুযায়ী এটি শেষ হবে ১৩ই মে।

আগের তারিখ অনুযায়ী ১০ই এপ্রিল সর্বপ্রথম বাংলা পরীক্ষার মধ্য দিয়ে এবারের মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে তারিখ পরিবর্তন না হলেও বদলে গেছে বিষয়। অর্থাৎ ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে তবে ১৩ই এপ্রিল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এটি হবে না। বাংলা দ্বিতীয় পত্র এই পরীক্ষাটি নেওয়া হবে আগামী ১৩ই মে। অর্থাৎ লিখিত পরীক্ষার সর্বশেষ দিন। এর পরিবর্তন ছাড়া বাকি সকল তথ্য এসএসসি পরীক্ষার নতুন রুটিনে ঠিকই রয়েছে।

প্রকাশিত হলো এসএসসি পরীক্ষার নতুন রুটিন

অর্থাৎ তারিখ গুলোতে কোন চেঞ্জ করা হয়নি। বাংলা এই দুইটি পত্র বাদে বাকি সকল বিষয়ে যে তারিখ নির্ধারিত ছিল সেগুলো আগের মতই রয়েছে। গণিত, ইংরেজি, ইসলাম শিক্ষা সহ সাইন্স, মানবিক এবং কমার্সের ডিপার্টমেন্টাল যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো আগের তারিখেই অনুষ্ঠিত হবে। এমনকি প্রতিটি ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা যে ব্যবহারিক প্র্যাকটিক্যাল অংশ রয়েছে সেটিও আগে নির্ধারিত তারিখ অনুযায়ী থাকবে। শুধুমাত্র পরিবর্তিত হবে বাংলা দ্বিতীয় পত্র যেটি ১৩ এপ্রিল হওয়ার কথা ছিল সেটি।

আমরা দেখেছি বিগত বছর গুলোতে নবম-দশম শ্রেণীর চূড়ান্ত এই পরীক্ষাটি মূলত অনুষ্ঠিত হয়ে থাকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। তবে করোনা পরবর্তী সময়ে এটি কিছুটা পরিবর্তিত হয়েছিল। সর্বশেষ জুলাই আন্দোলন, সারা দেশ জুড়ে তীব্র তাপ প্রবাহ ইত্যাদি কারণে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখা পড়া বেশ কিছুটা ভিন্ন ঘটেছে। তাছাড়াও অন্তবর্তীকালীন সরকার গঠনের পর শিক্ষাক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের আনা হয়েছে। আমার রীতিমতো দেখতে পেয়েছি বেশ কয়েকটি ক্লাসের পাঠ বইয়ের পরিবর্তন করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি পরিবর্তে এবার ঈদুল ফিতরের পর এসএসসি পরীক্ষার রুটিন প্রদান করা হয়েছে।

Leave a Comment