আর কিছুদিন পরেই লক্ষ লক্ষ শিক্ষার্থীর মনে একটাই প্রশ্ন থাকবে যে এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে। ইতিমধ্যে এবারের মাধ্যমিক এবং সমমানের পর্যায়ের কয়েকটি বিষয়ের এক্সাম হয়ে গিয়েছে। আর অন্যান্য যে সাবজেক্টের বাকি রয়েছে সেগুলো একসময় নেওয়া হয়ে যাবে। তারপর সম্পন্ন হবে প্রাকটিক্যাল।
এখন এই পরীক্ষা শেষ হয় তখন ছাত্র-ছাত্রীদের জানার আগ্রহ থাকে এসএসসি পরীক্ষার কতদিন পর ফলাফল প্রকাশ করা হয়। এ বিষয়ে ইতিমধ্য ঘোষণা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি জানিয়েছেন এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে। এসএসসি ও সমাধান পরীক্ষার ফলাফল সাধারণত ৬০ দিনের মধ্যেই প্রদান করা হয়। সারা বাংলাদেশে অসংখ্য স্টুডেন্টরা অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে এর ফলাফল জানতে পারেন।
তারে ধারাবাহিকতা এবারও যাতে স্টুডেন্টরা যথা সময়ে অর্থাৎ ৬০ দিনের মধ্যেই ফলাফল পেয়ে যায় তার জন্য যথাযথ লক্ষ্যে কাজ করা যাচ্ছে। এমনকি এবারের প্রশ্ন ফাঁসের ব্যাপারেও তিনি মন্তব্য প্রকাশ করেন। তিনি জানান এবারে এই ধরনের কোন কার্যকলাপের কোন সুযোগ নেই। এমনকি যে সকল উৎস থেকে প্রশ্ন ফাঁসের সম্ভাবনা রয়েছে কিংবা হয়তো সেগুলো সব চিহ্নিত করে অনেক আগে থেকে বন্ধ করা হয়েছে। তাই এ ব্যাপারে উদ্বিগ্ন না হওয়ার জন্য তিনি অনুরোধ করেন।
এসএসসি রেজাল্ট ২০২৫ কবে দিবে
১১ টি বোর্ডের অধীনে এবার সর্বমোট ২২৯১ টি কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। সারা বাংলাদেশে এক যোগে সকাল ১০ টায় এই এক্সাম শুরু হয় এবং শেষ হয় দুপুর একটা। মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী হচ্ছে ১৯ লাখ ২৮ হাজার। ঢাকা বোর্ডের অধীনে এই সবচাইতে বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। রুটিন অনুযায়ী আগামী ১৩ মে এবারের এক্সাম শেষ হবে। পরবর্তীতে মে মাসের ১৫ তারিখ থেকে ২২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে প্রাকটিক্যাল পরীক্ষা।
আশা করি এবার তোমরা বুঝতে পেরেছ এসএসসি পরীক্ষার কতদিন পর ফলাফল প্রকাশ করে বা এসএসসি রেজাল্ট কবে দিবে। এমনকি স্টুডেন্ট ও অভিভাবকদের জন্য বেশ কিছু নির্দেশনা ও ইতিমধ্যে জারি করেছে পরীক্ষা কমিটি। যেকোনো ধরনের গুজব কিংবা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
একজন শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ যাতে পরীক্ষা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মাধ্যমিক পর্যায়ে এক্সাম। যখন জেএসসি কিংবা পিএসসি পরীক্ষা ছিল না তখন এটির মাধ্যমেই সর্বপ্রথম শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করত। তবে এর আগেও দুইটি পাবলিক পরীক্ষা থাকলেও সবচাইতে গুরুত্ব বেশি পেয়ে থাকে এই এসএসসি। কারণ এটির জিপের উপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজগুলোতে চান্স পাওয়া নির্ভর করে। জিপিএ যত ভালো থাকে তত ভালো কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে।
আবার এই পরীক্ষার পর অনেকের ডিপ্লোমাতে ভর্তি হয়ে থাকে। বিভিন্ন বিষয়ে ডিপ্লোমাদের ভর্তি হওয়ার জন্য অবশ্যই ভর্তির জিপি এর শর্ত পূরণ করতে হয়। এদিক থেকেও এই পরীক্ষার গুরুত্ব অনেক। তবে এবারের পরীক্ষার এসএসসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সেটি তোমরা এখন জেনে গিয়েছো। তাই ভালো ফলাফলের জন্য সময় নষ্ট না করে পরীক্ষার মধ্যে এই সময়গুলির সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।