বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী এবং অভিনেতা তাহসান পারিবারিকভাবে দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন। ৪ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া এই বিয়ের পাত্রীর ছিলেন রোজা আহমেদ। তারপর থেকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সে ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের সময় কেঁদেছেন তাহসান। মূলত বিয়ের নিকাহনামায় স্বাক্ষরের একটি ক্লিপ এটি। সেখানে তাকে সাদা রঙের একটি পাঞ্জাবি পড়তে দেখা যায়।
বিভিন্ন মাধ্যম গুলোতে ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়েছে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে কেঁদেছেন তাহসান। ফেসবুকে ভাইরাল হওয়া এই ভিডিওটি প্রায় ৩ লক্ষ বারের বেশি দেখা হয়েছে। এমনকি বিভিন্ন মানুষ এটি শেয়ার করে নিজের টাইমলাইনেও পোস্ট করছেন।
কিন্তু রিউমার স্ক্যানার টিমের তথ্যমতে জানা যায় এটি মূলত তাহসানের কান্নার দৃশ্য নয়। বরং পাকিস্তানের একজন ব্যক্তির ভিডিও এটি। যেটি পোস্ট করা হয়েছিল ২০২৪ সালের ৮ অক্টোবর। যে instagram একাউন্ট থেকে এটি পোস্ট করা হয়েছিল সেটির নাম হচ্ছে ayamkhatri11.
তাহসান কি বিয়ের সময় কেঁদেছেন | ভাইরাল ভিডিও
তাহসানের কান্না করার ভিডিও বলে প্রচারিত ক্লিপের সাথে উক্ত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। এমনকি ওই ভিডিওর ক্যাপশনেও লিখা ছিল আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমাকে ধৈর্য ধারণ করতে দেন। বাংলা ভাষায় অনুবাদ করলে এর অর্থ এমনটি দাঁড়ায়। কারণ ক্যাপশনটি উর্দু ভাষায় লেখা ছিল। আমরা জানি উর্দু হচ্ছে পাকিস্তানের একটি অফিশিয়াল ভাষা।
গত ৪ জানুয়ারি তাহসান এবং রোজা আমাদের বিয়ে কে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোচনা এবং সমালোচনার তৈরি হয়েছে। আবার এটিও গুঞ্জন উঠেছে যে রোজা আহমেদের আগে ফায়েজ বেলাল নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এমনকি ফায়েজ বেলার নামে সেই ব্যক্তিটিও এ নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন বলে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হচ্ছে। তার তথ্য মতে রোজা আমাদের সঙ্গে তার প্রেম ছিল ২ বছর। রোজা আহাম্মেদের বিয়ে হওয়ার পর তার মাও নাকি বিষয়টা নিয়ে বেশ কান্নাকাটি করেছেন। তবে এ ব্যাপারে মুখ খুলেছেন রোজা আহমেদের ভাই উৎস। এ ব্যাপারে মন্তব্য করেছেন রোজার ভাই। তিনি নিজের বোনের উপর আনা এ সকল অভিযোগ কে মিথ্যাচার বলে দাবি করেন।
তিনি জানিয়েছেন ওই ব্যক্তির সমস্ত তথ্যই মিথ্যা। ফায়েজ বেলাল এটাও দাবি করেছেন যে সম্পর্ক চলাকালীন সময়ে রোজা তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন। যেটাকে তিনি প্রতারণা বলে উল্লেখ করেছেন
উল্লেখ্য ফায়েজ বেলাল একজন ব্যবসায়ী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি রাজধানীর খিলক্ষেত এলাকায় বিজনেসের সাথে জড়িত। এমনকি তাহসানের আগের স্ত্রী ছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলা।