থাইরয়েড হরমোন অভাবের লক্ষণ ও চিকিৎসা

সাধারণত নারী এবং বয়স্কদের ক্ষেত্রে থাইরয়েড হরমোনের অভাব নিয়ে সবচাইতে বেশি আলোচনা হয়ে থাকে। কিন্তু কিশোর বয়স থেকেই হাইপোথাইরয়েডিজম হওয়ার বিষয়টিকে অনেকেই গুরুত্ব দেন না। এই ধরনের হরমোনের সমস্যা যেকোনো শ্রেণীর এবং বয়সে মানুষের ক্ষেত্রেই হতে পারে। তবে নির্দিষ্ট বয়সের পরেই এটি হয় বলে অনেকে ধারণা করতে পারেন।

থাইরয়েড হরমোনের অভাব কেন হয়

এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেনেটিক প্রভাব। অনেকেই জন্মগতভাবে এই সমস্যাটি ভোগ করে থাকেন। আবার আয়োডিনের ঘাটতি, অসুখ বিসুখ, ঔষধের প্রভাব, রেডিয়েশন ইত্যাদি কারণে থাইরয়েডের গ্রন্থি কেটে ফেলার কারণেও হরমোনের ঘাটতি দেখা যেতে পারে।

যে সকল শিশু কিশোরদের হঠাৎ করে উচ্চতা বৃদ্ধি বন্ধ হয় বা বিলম্ব হয়, ওজন বাড়তে থাকে, অল্প বয়সে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়, চোখমুখ ফোলা লাগে তাদের হরমোনের সমস্যা হয়েছে বলে ধারণা করা হয়।

কিছু কিছু ক্ষেত্রে ছেলেমেয়েরা খুবই অল্পতে দুর্বল হয়ে পড়ে এবং ক্লান্ত অনুভব করে। কাজে কিংবা লেখাপড়ায় মনোযোগ কম আসে এবং বেশিরভাগ সময়ই ঘুমাতে চায়। আবার হরমোনের প্রভাবে যৌবনপ্রাপ্তির দেরিতে হতে পারে আবার অল্প বয়সে হতে পারে। আমার মনের অভাবে গলগন্ড রোগ দেখা দেয়।

সবচাইতে আশ্চর্যজনক বিষয় হচ্ছে স্কুলের লেখাপড়া করতে তেমন কোন সমস্যা হয় না তাই রোগ নির্ণয়ের ক্ষেত্রেও অভিভাবকের গুরুত্ব দিয়ে থাকেন না।

কিশোরদের হরমোনের অভাবের চিকিৎসা

এজন্য প্রয়োজন সঠিক চিকিৎসা পদ্ধতি এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা। ডাক্তার সকলকিছু বিবেচনা করে ওষুধ প্রদান করবেন এবং রোগীকে অবশ্যই ডাক্তারের নির্দেশনা অনুসরণ করতে হবে।

কোন কোন ক্ষেত্রে ডাক্তাররা নির্দিষ্ট সময় পর পর আবার পরীক্ষা-নিরীক্ষা করতে বলার দিকনির্দেশনা দেন। তবে হরমোন অভাবের চিকিৎসা যত দূরত্ব শুরু করা সম্ভব ততই ভালো। দেরি হলে অবস্থার অবনতি হতে শুরু করে। আগেভাগে চিকিৎসা করলে শুধুমাত্র ওষুধ দিয়েই এটি ভালো করা সম্ভব।

যে সকল নারীর থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের নিয়মিত ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন। এতে করে অনাগত শিশুর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। নারীদের ক্ষেত্রে এর মূল লক্ষণ হচ্ছে গলার কণ্ঠস্বর পরিবর্তন হওয়া, হঠাৎ করে ওজন বৃদ্ধি পাওয়া, অনেক দেরিতে কিংবা ঘন ঘন পিরিয়ড হওয়ার ইত্যাদি। এমনকি হাত পায়ের পেশি গুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে শুরু করে। থাইরয়েডের লক্ষণ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে নারীদের জন্য অনিয়মিত পিরিয়ড এবং অন্যান্য বয়স্ক পুরুষ ব্যক্তিদের জন্য ওজন বৃদ্ধি বা ওজনরা।

তবে সঠিক চিকিৎসার পাশাপাশি প্রয়োজন সুস্থ জীবন যাপন। ভাজাপোড়া, তৈলাক্ত খাবার, চা-কফি ইত্যাদি জাতীয় খাবার বাদ দিয়ে সবুজ শাকসবজি খেলে কিশোরদের হরমোনের অভাবের সমস্যা দূর হতে পারে।

Leave a Comment