পুলিশের হাতে গ্রেপ্তার টিকটক তোহা

অনলাইনে বেশ পরিচিত টিকটকার জান্নাত তোহা। সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন tiktokar তোহা হোসাইন। ঢাকার মিরপুর হতে থাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত বিভিন্ন ধরনের জুয়ার সাইট প্রমোশনের অভিযোগে। এমনকি তার স্ত্রী জান্নাতকেও খুঁজছে পুলিশ।

গত রবিবার রাতে মিরপুর ২ নম্বর জাতীয় স্টেডিয়ামে সামনে থেকে টিকটকার তোহাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার প্রতিপক্ষেতে ইতিমধ্য ঢাকার মিরপুর থানায় একটি মামলা করা হয়েছে সাইবার নিরাপত্তা আইনে। জু-য়া-র সাইট প্রমোশনের সেই মামলার আসামি হলেন টিকটকার জান্নাত তোহা। তারা দুজনে স্বামী স্ত্রী এবং টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বেশ পরিচিতও রয়েছে।

টিকটকার জান্নাত তোহার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের জু-য়া-র সাইটের বিজ্ঞাপন বা প্রমোশন করে আসছেন। এক্ষেত্রে তারা টিকটক, ফেসবুক ইত্যাদি আইডি ব্যবহার করেন। অল্প কিছু টাকা বিনিয়োগ করেই অনেক মুনাফা অর্জনের পরিবহন দেখিয়ে যুব সমাজকে তারা প্রলুব্ধ করছে। একই সাথে নানা পেশার মানুষ এই প্রতারণার সাথে জড়িয়ে খুইয়েছেন অনেক টাকা। আর সর্বস্ব হারিয়ে কিছু কিছু মানুষ জড়িয়ে পড়েছেন বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে।

টিকটকার জান্নাত তোহার আপডেট খবর

এব্যাপারে উক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদেরকে জানান টিকটকার জান্নাত তোহার আইডি থেকে এই সকল বিষয়াদি প্রমোশনের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তবে তোহাকে গ্রেফতার করা হলেও জান্নাতকে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য বর্তমানে অনলাইন প্লাটফর্ম গুলোতে ব্যাপকভাবে বিভিন্ন ধরনের প্রতারণামূলক ওয়েবসাইট এবং অ্যাপের প্রচারণা। মূলত অল্প কিছু টাকা ইনভেস্ট করে অধিক মুনাফার আসায় মানুষ অনেক টাকা এদের বিনিয়োগ করে থাকে। কিন্তু এই সকল খেলার ফাঁদে পড়ে অনেকে লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন। একবার হারিয়ে পুনরায় মুনাফার আশায় যেন অনেকেই আরো বেশি বেশি বিনিয়োগ করে। কিন্তু দিনশেষে সেই আশায় যেন ঘুরে বেড়ে। চমকপ্রদর্শক বিজ্ঞাপন এবং লাভের ধোঁয়াশায় অনেকের জীবনে নেমে আসে অন্ধকান। কারণ যতই টাকা বিনিয়োগ করো না কেন মুনাফার আসা কোনদিনই কেউ দেখতে পারে না।

এনিয়ে ইউটিউবে বিভিন্ন ধরনের খবর এবং সচেতনামূলক ভিডিও রয়েছে। অনেক জনপ্রিয় টিকটকার জান্নাত তোহা ঠিক এমনই কিছু বিষয়ের প্রচারণা চালাচ্ছিলেন। শুধু তাই নয় এছাড়া অপরিচিত অনেক সেলিব্রেটি এবং ইনফ্লুয়েন্সারকেউ দেখা যায় এ ধরনের বিষয়াদি প্রমোট করতে। বেশিরভাগ বিজ্ঞাপনে প্রদান করা হয় ফেসবুক এবং tiktok এ।

Leave a Comment