সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত উদ্যোক্তা ফাতেমা তানির স্বামী মারা গিয়েছেন। জানা গিয়েছে রুবাইয়াত ফাতেমা তানি নামের এই উদ্যোক্তার স্বামী শাহাদাৎ হোসাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তানি তার ফেসবুক পেজের মাধ্যমে পোস্ট দিয়ে সবাইকে এই বিষয়ে নিশ্চিত করেছেন।
তার আইডির মাধ্যমে লিখেছেন সে আর নেই। ব্যাংকক সময় রাত ৩টা বেজে ৩০ মিনিটে সারা জীবনের মতো আমাকে একা রেখে চলে গিয়েছে। তার সেই ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে বিভিন্ন গ্রাহক এবং ব্যবহারকারীরা নানা ধরনের কমেন্টস লিখেছেন। সবাই তাকে সান্ত্বনা দিয়েছেন এবং ধৈর্য ধরার জন্য বলেছেন।
উল্লেখ্য নারী উদ্যোক্তা তানির দ্বিতীয় স্বামীর ছিল শাহাদাৎ হোসাইন। তার প্রথম হাজবেন্ডের সাথে বনিবনা না হওয়ায় ডিভোর্স হয়ে যায় এবং পরবর্তীতে ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎ হোসেনকে। প্রথমদিকে পরিবারের পক্ষ থেকে সবকিছু মনে না নিলেও পরবর্তীতে ধীরে ধীরে তিনি সবকিছু ঠিক করে নেন।
তবে তানির স্বামীর সাথে তার বয়সের পার্থক্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নানা ধরনের আলোচনা সমালোচনা হত। এমন কি তাকে কটাক্ষ করা হতো। যদিও তিনি বিভিন্ন লাইভে এসে সেই কটাক্ষের জবাবও দিয়েছেন। তার একটি ফেসবুক পেইজ এবং ফ্যাশন হাউজ রয়েছে যার নাম হচ্ছে সানভিস বাই তানি। সারা বাংলাদেশের তার মোট শোরুম রয়েছে বর্তমানে ১২ টি।
বাংলাদেশের আলোচিত নারী উদ্যোক্তা তানির স্বামী মারা গিয়েছেন
আমরা জানি নারী হিসেবে একজন উদ্যোক্তা হয়ে ওঠা বেশ কঠিন ব্যাপার। নানা ধরনের প্রতিবন্ধকতা পার করার পাশাপাশি সোশ্যাল মিডিয়া নানাভাবে বুলিং এর শিকার হয়েছেন তিনি। অর্থাৎ তার এই সফলতার যাত্রা খুব বেশি সহজ ছিল না। নিয়মিত তিনি ফেসবুকে লাইভ করেছেন এবং বিভিন্ন ধরনের পণ্য বিক্রির চেষ্টা করেছেন। তার অসংখ্য গ্রাহক রয়েছে যারা নিয়মিত তার কাছ থেকে পণ্য ক্রয় করে থাকে।
ফেসবুক লাইভে তিনি প্রতিটি পূণ্যের খুঁটিনাটি বিষয় গুলো সম্পর্কে আলোচনা করেন এবং সেগুলো দর্শকদের সামনে প্রদর্শন করেন। তারপর দর্শকরা সেগুলো পছন্দ করে অনলাইনে অর্ডার করলে তিনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্রাহকের নিকট পৌঁছে দেন। এ সকল বিজনেসের ক্ষেত্রে অর্থ পরিশোধ করতে হয় সাধারণত কুরিয়ারে। যেদিকে আমরা ক্যাশ অন ডেলিভারি বলে থাকে। বর্তমানে তার ফেসবুক পেজে রয়েছে অসংখ্য ফলোয়ার্স।
পণ্য বিক্রি ছাড়াও মাঝে মাঝে তিনি বিভিন্ন টকশোতে উপস্থাপন হতেন এবং ইন্টারভিউ দিতেন। সেগুলো দর্শকরা বেশ পছন্দ করত। লাইভে এমন কে বিভিন্ন ছবিতেও হাজির হতেন তার স্বামী শাহাদাৎ হোসেনকে নিয়ে।
নারী উদ্যোক্তা তানির স্বামীর মৃত্যুতে তার গ্রাহক এবং অনুসারীরা সমবেদনা জানিয়েছেন। তারা দোয়া করেছেন যে, আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন (আমীন)।