মাঝে মাঝেই ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। এই পদটি পরিষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অফিশিয়াল পোস্ট। এই পদে মূলত একজন সরকারী কর্মকর্তা রাজস্ব পদ থেকে যোগদান করে থাকেন। তাইতো অনেকেই পোষ্টের কাজ সুযোগ-সুবিধা বেতন এবং অন্যান্য বিষয়াদি সম্পর্কে জানার জন্য আগ্রহ প্রকাশ করেন।
এই পদে যে শুধুমাত্র সচিব এই লোকবল নিয়োগ প্রদান করা হয় তা নয় এমনকি আপনি পৌর সভায় গেলেও সচিব পদ মর্যাদার কর্মকর্তা দেখতে পারবেন। অবশ্য ইউপি সচিবের বেতন এবং অন্যান্য কর্মকর্তাদের বেতন নিয়ে বৈষম্যের বিষয়টি নিয়ে অতীতেও বেশ লিখে লিখে হয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে এরা কি ধরনের সুযোগ-সুবিধা এবং বেতন ভাতা পেয়ে থাকে সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব।
একজন ইউনিয়ন পরিষদ সচিবের মাসিক বেতন কত
বিধিমালা ২০১১ অনুযায়ী সরকারী নিয়োগের ক্ষেত্রে একজন ইউপি সচিবে যোগ্যতা হবে অনার্স কিংবা সমমান পাস। প্রতি মাসে বেতন পেয়ে থাকেন সবমিলিয়ে গড়ে ১৮ হাজার ৮৩৯ টাকা পর্যন্ত। এছাড়া সরকার হতে অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়ে থাকে। এছাড়াও প্রতিটি পরিষদে তিন শ্রেণীর সরকারি কর্মকর্তা এবং কর্মচারী গণ কাজ করে থাকেন।
এই পদটি ১৪তম গ্রেডের তবে গ্রেড উন্নীতকরণের লক্ষ্যে অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসছেন কর্মরত কর্মচারীরা। এছাড়াও একটি পরিষদের কম্পিউটার অপারেটর, দফাদার ইত্যাদি পদেও লোকবল নিয়োগ প্রদান করা হয়। এ সকল পোস্ট গুলোতে যোগদান করার জন্য যথাক্রমে এইচএসসি ও এসএসসি এবং মহলদার পদে যোগদান করার জন্য নূন্যতম অষ্টম শ্রেণী পাস হতে হয়।
তবে যারা “A” পৌরসভার পৌর সচিব হিসেবে যোগদান করেন তাদের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স এবং বেতন প্রদান করা হয় ৯ গ্রেড অনুযায়ী। সেই হিসেবে তারা ১৬ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২০০ টাকা পর্যন্ত বেতন এবং সাথে অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করে থাকেন।
ইউনিয়ন পরিষদ সচিবের চাকরিকালীন সময়ে কি সুযোগ সুবিধা ভোগ করে থাকেন
অন্যান্য গভর্নমেন্ট জব গুলোতে কোয়ার্টার সুবিধা থাকলেও এই পদে কোন কোয়াটার সুবিধা এখনো প্রদান করা হয়নি। অন্যান্য গভারমেন্ট কর্মকর্তারা নানা ধরনের সুবিধা পেয়ে থাকে যেমন ছেলেমেয়েদের শিক্ষার জন্য বৃত্তি, জেলা শহরের স্কুল গুলোতে ভর্তির সুবিধ, চাকরি থেকে অবসর নেওয়ার সময় পেনশন সুবিধা ইত্যাদি। এ সকল এ ধরনের সুবিধা গুলি একজন ইউনিয়ন পরিষদের সচিবও পেয়ে থাকেন।
এমনকি চাল, ডাল, আটা ইত্যাদি রেশন হিসেবেও পান। তবে এটি একটি সম্মানজনক পেশা এবং যে সকল এলাকা গুলোতে পোস্টিং হয় সেখানে একটি সামাজিক মর্যাদা থাকে। তবে সেই সাথে থাকে গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব যেগুলো অবশ্যই সঠিকভাবে পালন করতে হয়।
ইউনিয়ন পরিষদ সচিবের কাজ কি
সাধারণত গ্রাম এলাকার স্থানীয় সরকারের একট গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইউনিয়ন পরিষদ। এখন কি সেই এলাকার উন্নয়নের অনেক অংশ নির্ভর করে এই পরিষদের উপর। বিভিন্ন উন্নয়নমূলক কাজ সামাজিক সেবা ইত্যাদি বাস্তবায়নের লক্ষ্যে সরকার এই পরিষদের উপর বিভিন্ন দায়িত্ব অর্পন করে। আর সেই সকল দায়িত্ব গুলো বাস্তবায়ন করে প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীগণ।
দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্ব ছাড়াও নানা ধরনের কার্যক্রম সম্পন্ন করতে হয় একজন ইউপি সচিবের। যার মধ্যে রয়েছে প্রাক আনুমানিক প্রস্তুতি, অফিস পরিচালনা, বাজেটের কাজ, হিসাব সংরক্ষণের কাজ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ মাস্টার রোলের কাজ ইত্যাদি।
আমরা জানি একটি গ্রামের বিভিন্ন ধরনের শালিশ কিংবা গ্রাম আদালতে মেম্বার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ইত্যাদি দায়িত্বপ্রাপ্ত লোকেরা নেতৃত্ব দিয়ে থাকেন। এর পাশাপাশি প্রয়োজন অনুসারে একজন ইউপি সচিবও সকল কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
উপরোক্ত কাজ গুলো ছাড়াও বিভিন্ন ধরনের রাজস্ব আদায় উন্নয়নের পরিকল্পনা গ্রহণ এবং সেগুলো বাস্তবায়নের মত গুরুত্বপূর্ণ কাজও একজন ইউপি সচিব করে থাকেন।
তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড। যেগুলো হল:
১। প্রতিটি এলাকায় যারা বিভিন্ন ধরনের ভাতা ভোগ করে তাদের তালিকা প্রণয়ন করা। এর মধ্যে রয়েছে প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতা ইত্যাদি। এমনকি পরিচয় এবং সকল যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ভাতা প্রদান করার কাজও করা হয়ে থাকে।
২। বিভিন্ন ধরনের সিভিল সার্টিফিকেট যেমন জন্ম-মৃত্যুর সনদ, উত্তরাধিকার সনদ ইত্যাদি প্রদানের কার্য একজন সচিবের দায়িত্বের মধ্যে পড়ে।
৩। প্রতিটি ইউনিয়ন পরিষদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নথি থাকে সেগুলো সংরক্ষণ করতে হয়।
৪। প্রতি মাসে সভার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয় এবং সেই সভায় কি কার্যাবলী সম্পন্ন করা হয়েছে সেগুলো রেকর্ড সংরক্ষণ করতে হয়।
৫। প্রতিমাসে রিপোর্ট তৈরি করতে হয় সে এবং সেই মাসে রিপোর্ট থেকে মাসিক, ত্রৈমানিক এবং বার্ষিক রিপোর্ট প্রতিবেদন জমা প্রদান করতে হয়।
একজন ইউপি সচিব স্বাযত্ব শাসিত প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত এবং রাজস্ব খাতের অন্তর্গত। সচিবের বেতনের শতকরা ৭৫ শতাংশ আসে রাজস্ব থেকে এবং বাকি ২৫% প্রদান করা হয় ইউনিয়ন পরিষদের রাজস্ব থেকে। আশা করি আপনারা একজন ইউনিয়ন পরিষদের সচিবের কাজ বেতন এবং অন্যান্য বিষয় গুলি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। এই ধরনের আরো প্রয়োজনে এবং গুরুত্বপূর্ণ তথ্য গুলো জানতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।