মেসেজিং, কথা বলা বিভিন্ন ডকুমেন্টস আদান-প্রদানের জন্য জনপ্রিয় মাধ্যম whatsapp। যারা আবার ব্যবসায়িক কাজে এই একাউন্টে ব্যবহার করেন তাদের হোয়াটসঅ্যাপ একাধিক ডিভাইস লগইন করার প্রয়োজন পড়ে। কিন্তু অনেকেই এই আকর্ষণীয় ফিচারটি সম্পর্কে জানেন না।
সম্প্রতি এর নতুন একটি ফিচার চালু হয়েছে যার মাধ্যমে প্ল্যাটফর্মটি মাল্টি ডিভাইস সাপোর্ট করে। কলিগ, বন্ধু কিংবা পরিবারের বিভিন্ন মেম্বারদের সাথে শেয়ার করে একই একাউন্ট ব্যবহার করা যায়। এটি whatsapp এর অফিসিয়াল একটি পদ্ধতি। যখন কোন মেসেজ কিংবা বার্তা আসে তখন প্রিয় ভাবে অন্যান্য ডিভাইস গুলোতে সিন্ক হয়ে যায়। এমনকি যেকোনো একটি ডিভাইস যদি বন্ধ থাকে কিংবা একই সাথে সব ডিভাইস থেকেই মেসেজ আদান প্রদান করা যায়।
কিভাবে একটি whatsapp অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহার করবেন
যদি আপনি পার্সোনাল কিংবা ব্যক্তিগত একাউন্ট ওপেন করেন তাহলে এই সুবিধাটি ভোগ করতে পারবেন না। সাধারণত পার্সোনাল একাউন্ট দিয়ে একটি মোবাইল ডিভাইস এবং একটি ল্যাপটপ অথবা ডেক্সটপের লগইন করা যায়। অর্থাৎ মোবাইলের পাশাপাশি আপনি পিসিতে ব্যবহার করতে পারবেন।
আর যদি একাধিক মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে চান তাহলে আপনাকে whatsapp বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এর জন্য whatsapp বিজনেস অ্যাপটি আপনাকে প্লেস্টোর থেকে মোবাইলে ইন্সটল করতে হবে। এর মাধ্যমে ৩ টি মোবাইলে আপনি একই আইডি ব্যবহার করার সুযোগ পাবেন।
যাদের প্রফেশনাল, ব্যবসায়ীক বিভিন্ন কাজে একটি আইডি একাধিক জনের ব্যবহারের প্রয়োজন হয় তারা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারে। এমনকি মোবাইলের পাশাপাশি একাধিক ডেক্সটপ কিংবা ল্যাপটপেও এটি ব্যবহার করা যায়। আবার সাধারণ অ্যাকাউন্টগুলো একই সাথে একটি অ্যান্ড্রয়েড এবং একটি আইফোনে ব্যবহার করা যায়। এর সুবিধাটি বেশ আগে থেকে চালু রয়েছে।
কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পিসিতে লগইন করবেন
এর জন্য আপনাকে পিসির মাধ্যমে হোয়াটসঅ্যাপের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে একটি কিউআর কোড দেখাবে যেটি আপনি মোবাইলে থাকা whatsapp এর নতুন ডিভাইস যুক্ত করার অপশন থেকে স্ক্যান করবেন। অবশ্য নতুন ফিচারে আপনি কেনা করে ফোন নাম্বার ইনপুট দিয়েও ডেস্কটপে লগইন করতে পারেন।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি whatsapp অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহার করতে পারেন। সংক্ষেপে আমি আবারো জানিয়ে দিচ্ছি। সাধারণ অ্যাকাউন্ট একটি এন্ড্রয়েড এবং একটি আইফোনের সাথে ব্যবহার করা যায়। আর একাধিক মোবাইল ডিভাইস এবং পিসিতে ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেস একাউন্ট ওপেন করতে হবে।