সর্বনিম্ন ৪ হাজার টাকা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছে। মূলত এবারই প্রথম গ্রেড অনুযায়ী এই ভাতাটি প্রদান করা হবে। অর্থাৎ যারা মূলত পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এই অর্থ পাবেন। আর সামনের গ্রেডের চাকরিজীবীরা তুলনামূলকভাবে কম হারে এটি পাবেন।

এই বিষয়টি নিয়ে অর্থাৎ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এবার এটি অনুমোদনের জন্য পাঠানো হবে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে। উক্ত খসড়া অনুযায়ী যারা ১ নম্বর থেকে ৩ নম্বর গ্রেড পর্যন্ত পদে চাকরি করেন তারা মহার্ঘ ভাতা পাবেন তাদের মূল বেতনের ১০%।

আবার যারা চতুর্থ গ্রেট থেকে দশম গ্রেড পর্যন্ত চাকরি করেন তারা এই ভাতাটি পাবেন মূল বেতনের ২০ শতাংশ। আর ১১ টা থেকে ২০ তম গ্রেড এর সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন মূল বেতনের ২৫ শতাংশ।

সর্বনিম্ন ৪ হাজার টাকা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে

সেই হিসেবে এবার সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হয়েছে সর্বনিম্ন ৪ হাজার টাকা। আর সর্বোচ্চ বাড়বে এই ক্ষেত্রে ৭৮০০ টাকা। অর্থাৎ সকল চাকরিজীবী অন্ততপক্ষে ৪ হাজার টাকা মহার্ঘ ভাতা পাবেন। এখানে উল্লেখযোগ্য বিষয় যে এই বাধা কার্যকর হওয়ার সময়ের পর থেকে আগের সরকারের ৫% বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না।

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা এবং বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে যারা ইতিমধ্য অবসর নিয়েছেন অথবা পেনশন অবস্থায় আছেন তারাও এটি পাবেন বলে জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি ২০২৫ সালের বেতনের সাথেই এই বাড়তি অর্থ পাবেন চাকরিজীবীরা।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাধ্যমে আরো জানা যায় বাংলাদেশের রাজস্ব খাতে কমিয়ে রাখা বেশ জটিল এবং কষ্টসাধ্য ব্যাপার। তাই এ সকল বিষয় এবং উন্নয়নের প্রভাব গুলো সরাসরি বাজেটের উপর গিয়ে পড়ে। তাই উন্নয়ন বাজার কমানো হতে পারে এবং সেই অর্থ দিয়েই বেতন ভাতা প্রদান করা হবে।

সরকারি চাকরিজীবীদের ২০১৫ সালে একটি পে স্কেল দেয়া হয়েছিল। তারপর আর বেতন বৃদ্ধির হয়নি। কিন্তু বর্তমান বাজার এবং বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী দৈনন্দিন খবর বেড়ে যাওয়ার কারণে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে। বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে বর্তমানে সরকারের মন্ত্রণালয় এবং বিভিন্ন বিভাগে প্রায় ১৪ লাখ কর্মকর্তা-কর্মচারী চাকুরী করেছেন।

1 thought on “সর্বনিম্ন ৪ হাজার টাকা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে”

Leave a Reply to Mahbub Hasan Cancel reply